বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন


হবিগঞ্জে ডাক্তারসহ আরো দুইজন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে ডাক্তারসহ আরো দুইজন করোনায় আক্রান্ত


শেয়ার বোতাম এখানে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে নতুন করে আরও এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান। তিনি জানান- সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে দুজনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্ত দুজনই পুরুষ ও হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের বয়স ২৯ থেকে ৫৬ এর মধ্যে। এ নিয়ে হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগের ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে আক্রান্ত ওই চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। তবে হাসপাতালটি আগেই লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্ত স্বাস্থ্যকর্মী এনজিও সংস্থা ‘হিড বাংলাদেশ’-এ কমর্রত ছিলেন বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। তিনিই হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন।

এর আগে গত ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ দুইজন, ২২ এপ্রিল পাঁচজন, ২৩ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ২৪ এপ্রিল চিকিৎসকসহ পাঁচজন এবং ২৫ এপ্রিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেটসহ আরও ২২ জনের করোনা পজিটিভ, ২৬ এপ্রিল আরও একজন, এরপর ২৮ এপ্রিল আরও চারজনের করোনা পজিটিভ আসে।

সর্বশেষ বৃহস্পতিবার দুজনের করোনা পজিটিভ মিলিয়ে হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ জন। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin