বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন


হল ছেড়েছেন শাবিপ্রবির ৮৪ শতাংশ শিক্ষার্থী

হল ছেড়েছেন শাবিপ্রবির ৮৪ শতাংশ শিক্ষার্থী


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

উত্তপ্ত পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৪ শতাংশ শিক্ষার্থী হল ছেড়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। তবে মঙলবার রাতে এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, পাঁচটি হল মিলে সোমবার রাতে মাত্র ৩২২ জন শিক্ষার্থী হলে রাত্রীযাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে দেওয়া তথ্যমতে পাঁচটি হলে মিলে ২১ শত ৭৭ জন শিক্ষার্থী অবস্থান করতে পারেন। কিন্তু সেখানে সোমবার রাতে হলে ছিলেন মাত্র ৩২২ জন। সে হিসেবে শতাংশের হিসেবে হল ছাড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৪.২১ শতাংশ। আর হলে অবস্থান করছেন মাত্র ১৪.৭৯ শতাংশ শিক্ষার্থী।

‘ভুয়া, ভুয়া’ শ্লোগানে পিছু হটলেন শাবিপ্রবির শিক্ষকরা
সোমবার হলে রাত্রীযাপন করেছেন এমন শিক্ষার্থীদের সাথে কথা হয় নয়া শতাব্দীর। তাদের দেয়া তথ্যমতে, শাহপরান হলে ৪৫৮ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও ছিলেন মাত্র ৫০ জনের মত শিক্ষার্থী, বঙ্গবন্ধু হলে ৫২৮ শিক্ষার্থী থাকার কথা থাকলেও ছিলেন মাত্রা ১৫০ জনের মত, সৈয়দ মুজতবা আলী হলে ৬৮ শিক্ষার্থীর মাঝে ছিলো মাত্র ২ জন শিক্ষার্থী।

এছাড়াও ১ম ছাত্রী হলে ৫৭৩ জন থাকার কথা থাকলেও ছিলেন ৩০ জনের মত ছাত্রী। এমনকি যে ছাত্রী হল নিয়ে আন্দোলনের সূত্রপাত সেই বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলেই ৫৫০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও ছিলেন ১২০ জন জনের মত। সব মিলে হলে ছিলেন ৩২২ জনের মত শিক্ষার্থী।

এবার শাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা
এদিকে মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে শ্লোগাণ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১০ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল শুরু করেন। এমনকি বিকাল সাড়ে ৩ টার দিকে উপাচার্যের অপসারণ চেয়ে ২ হাজার গণস্বাক্ষরসহ ডাকযোগে একটি খোলা চিঠি প্রেরণ করেছেন শিক্ষার্থীরা। চিঠিতে উপাচার্যের অপসারণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin