বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন


১১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রীর এপিএস-২ লিকু

১১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রীর এপিএস-২ লিকু


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
কোভিড-১৯ মোকাবেলায় গোপালগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও দরিদ্র অসহায় ১১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রধানমন্ত্রীর এপিএস-২, গাজী হাফিজুর রহমান লিকু।

প্রথম দফায় ১ হাজার পরিবারকে ২৫ কেজি করে চাল এবং পরবর্তী ধাপে ১৫ কেজি করে চাল বিতরন করেন, তার পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা।

গাজী হাফিজুর রহমান লিকুর ছোট ভাই। গাজী মুশফিকুর রহমান ছোটন জানান, দুই এক দিনের মধ্যে তার এই খাদ্য সামগ্রী বিতরন শেষ হবে।

গোপালগঞ্জ শহর অঞ্চলের সব ওযার্ড ছাড়াও আশে পাশের অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষদের তালিকা তৈরি করে অত্যান্ত সুশৃঙ্খল ভাবে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তার কর্মীরা।

করোনা মহামারি সংকট শেষ না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষদের মাঝে তার এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin