প্রবাস ডেস্ক:
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম এ মান্নান বলেছেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে সংগ্রামের মধ্যদিয়ে, আওয়ামীলীগ এ দেশকে এবং দেশের মানুষকে যা দিয়েছে আর কেউ দিতে পারবেনা।
করোনার কারণে বিশ্বে মন্দা অবস্থা বিরাজ করলেও বাংলাদেশ ভালো অস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন ত্যাগের বিনিয়মে আওয়ামীলীগের জন্ম, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্য ও ডিজিটাল বাংলাদেশ হয়েছে।
তিনি বলেন, এই সরকার প্রথম ব্রিটিশ আইন পরিবর্তন করে নতুন ভূমি আইন করেছে, অনলাইনের মাধ্যমে আপনি যাতে ঘরে বসে জমি সক্রান্ত কাজ সম্পাদ করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে, সকলে এর প্রশংসা করছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লন্ডন-বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্টানে তিনি এসব কথা বলেন।
মহিব চৌধুরী, শফিকুল ইসলাম, দিলু নাসের ও এনআরবি’স রোল ইন বাংলাদেশী পলিটিক্স এর সহযোগীতায় লন্ডন-বাংলা প্রেসক্লাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়।
বিভিন্ন শ্রেনীপেশার মানুষের উপস্থিতে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক লন্ডন-বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী। কবি ও লেখক দিলু নাসেরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছালেহ আহমদ, সিলেট-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ও আইনজীবী মোহাম্মদ মনির হোসেন, সাংবাদিক সৈয়দ মুনসুর উদ্দিন ,শফিকুল ইসলাম, আমিরুল চৌধুরী, ডাঃ এ রুয়াব উদ্দিন, আকবর হোসেন, সৈয়দ জামিল, আহাদ চৌধুরী বাবু, এম এ কাইয়ুম, সুহেব কবির, জাকির হোসেন কয়েস, রেজাউল করিম মৃধা, খালেদ মাসুদ রনি,রাশিদ আব্দুল হান্নান, সারওয়ার হোসেন, আহমেদ চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সিলেটের এ কৃতি সন্তান সাংবাদিকদেক বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই, ভিসানীতি আমাদের কিছু করতে পারবে না, ভিসানীতি আমাদের নির্বাচন কমিশনের আইন নয়। প্রতিটা দেশের নিজস্ব পলিসি থাকে, তাঁদেরও(আমেরিকার) পলিসি রয়েছে। তবে ইউরোপের পলিসি ভিন্ন, তারা হয়তো অন্যদিকে করবে। বিএনপির চেয়ারপার্সনকে বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, দেশের আইন সবাইকে মানতে হবে। সরকার এব্যাপারে খুবই আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, উনি এখন জেলে থাকার কথা ছিলো, কিন্তু থাকে বাসায় থাকার সুজোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।বাংলাদেশে যথা সময়ে নির্বাচন অনুষ্টিত হবে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, কে নির্বাচনে আসবে আর কে আসবে না এটা তাদের নিজস্ব বিষয়, সরকার সকল দলের অংশগ্রহনের নির্বাচন করতে চায়, তবে ওকে মানবনা এ থাকতে পারবে এসব কথা শুনে নির্বাচনতো আর বন্ধ রাখা যাবে না, ৯০ দিনের ভিতরে নির্বাচন দিতে হবে।
সভায় লন্ডন-বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী বলেছেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন, আজ পযন্ত উনার কোন দুর্নীতির কথা শুনতে পাইনি, তিনি ক্লিন ইমেজের মানুষ, বাংলাদেশে উনারমতো ব্যক্তিদের মূল্যায় করলে দেশ আরো এগিয়ে যাবে।