বিজ্ঞপ্তি: গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, শিক্ষানোরাগী, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা নাঈম চৌধুরীর পিতা মিসবাহ উদ্দি (৭৪) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদল। শনিবার রাতে (২ মে) এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।
শোক প্রকাশ করেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা কামিল আহমদ তালুকদার, সুবেদ আহমদ, তোফায়েল আহমদ সুমেল , সুহেদ রহমান, এমরান আহমদ।
শোক বার্তায় বিএনপি নেতা মিসবাহ উদ্দিনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আল্লাহ মরহুমকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন এই কামনা করেন।
উল্লেখ্য, বিএনপি নেতা মিসবাহ উদ্দিন শনিবার সকাল ১১টা ৫মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাদ আসর ফুলসাইন্দ মাদ্রাসা মাঠে জানাজা শেষে কবরস্থানে এ নেতার দাফণ সম্পন্ন হয়।