শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন


কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি

কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক :
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ১১ হতে ১৪ মার্চ চার দিনের কুয়েত সফরকালে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য অনুরোধ করেন।

সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা, ঐকান্তিক প্রচেষ্টা এবং কুয়েত সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের ফলশ্রুতিতে আজ শুক্রবার কুয়েত সরকার দেশটিতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ জন থেকে বৃদ্ধি করে ৬৩৯ জনে অনুমোদন দিয়েছে। কুয়েত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে শিগগিরই বর্ধিত এই জনবল কুয়েতে পাঠানোর অনুরোধ করেছে।

প্রসঙ্গত, বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি -৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েত সশস্ত্র বাহিনীর অধীনে অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin