কলমের ধ্বনিতে স্বদেশের বুকে
লাঙ্গল এর ন্যায় চাষে।
তরঙ্গ নদীর শিরা উপশিরায়
চলে ফসলের উচ্ছ্বাসে।
প্রাণের এদেশে বৃক্ষ শেকড়
পাখিদের বোনা বাসা।
হাজার জনক জননীর কান্না
স্বাধীনতার ফুল প্রত্যাশা।
কলমের মুখে বাংলা ভাষা
শ্যামা পাখির ভূমিকায়।
একাত্তরের বীর প্রতীকের মা
বেঁচে আছেন স্বাধীনতায়।
স্বদেশের মাঠে রক্তাক্ত গোলাপ
ঘাতকে গুলিবিদ্ধ লাশ।
বিচ্ছেদে কাতর জীবন সঙ্গিনী
নব পরিণীতার দীর্ঘশ্বাস।
গড়িয়াল ভাইয়ের আশাবাদী চাকা
ঘুরছে ফুলের অভিযানে।
সুর সাধনার অকম্পিত শিখা
তরুণ কণ্ঠাকীর্ণ প্রাণে।
কলম যেখানে সমাজ বদলের
প্রেরণায় উদ্যমী হয়।
এতোটা বছরের স্বাধীনতার কথা
নয় কভু নয় ব্যঙ্গময়।