পেটে আমার বিদ্যা নাইরে কটু বুদ্ধি আছে,
এসব করি বলে লোকে ঘোরে আমার পাছে।
অমুক নেতা তমুক নেতা আমার বড় ভাই,
আমার কাছে এসো তোমরা কাজ বাগিয়ে যাই।
নেতা পেতার ছবি তুলে ফেইস বুকেতে মারি,
সুযোগ বুঝে স্বার্থ নিয়ে মারি তাদের ঝাড়ি।
তাদের নামটি বেচে আমি খাচ্ছি দিবা রাতি,
কাজের নামে অকাজ করি জ্বালাই আগরবাতি।
পয়সা পাতি ভালই কামাই লোকে ডরায় মোরে,
স্যলুট মেরে কত লোকে পেছন পেছন ঘোরে।
মন্ত্রী মশাই আপন মানুষ সচিব আমার মামা,
উপরি পেয়ে পরছি নিতুই নতুন নতুন জামা।
এসপি ডিসি হাতের মুঠোয় দেশের সকল খানে,
খাতির যত্ন ভালই করে আমায় বড় মানে।
সুযোগ বুঝে ধাতি মারি আমলা পইলা এলে,
বদলি দেব রাঙ্গামাটি কাজটা নাহি পেলে।
নিয়ম কানুন টেন্ডার ফেন্ডার ধার ধারি না কিছু,
টাকা পয়সা কামাই করি লোকে ঘোরে পিছু।
মিনিস্ট্রি সচিবালয়– নিত্য দিনই ঘুরি,
বগল দাবা করে ফাইলে সইটা করি চুরি।
অল্প দিনে হইছি ধনী পরোয়া করি কাকে,
উষ্ঠা মারি লাত্থি মারি যাকে ইচ্ছা তাকে।
দয়া দানে আমার নামটা সবার আগে আসে,
আম জনতার মুখে মুখে নামটা আমার ভাসে।
আমি নেতা আমি ঠাকুর চেতনাতে ভাসি,
সোনার বাংলায় উপরি খেতে বড়ই ভালোবাসি।