শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন



শেয়ার বোতাম এখানে

 

হিসেব মিলে না তবুও আছে অভিলাষ
আসবে সুদিন সাজানো রঙিন স্বপ্ন বিলাস।

সোনালী ভোর বিষাদে বিধুর যাচ্ছে কেটে
ভোরের রবি জলের ছবি- খাচ্ছে চেটে।

সকাল গড়িয়ে আসে রোদেলা দুপুর
বেদনার সুর তোলে বিষাদ নুপুর।

সকাল দুপুর গেলে- হেলে আসে দিবাকর
তাপ প্রতাপ ম্রিয়মাণ- ভাটায় রৌদ্র প্রখর।

ঝরে গেছে ফুল ফল স্বপ্ন বাগান
থেমে গেছে কোলাহল পাখিদের গান।

মোহ নেই মায়া নেই-নেই স্বপ্ন আর
সামনে গোধূলি-হাতনেড়ে ডাকছে আঁধার।

ভাবনা ও ভাব,কামনা-বাসনা বাদ
চির অবসান তাই অলীক স্বপ্ন আবাদ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin