বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন


ওসমানীতে হাসপাতালে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ, পরিচয় জানতে চায় পুলিশ

ওসমানীতে হাসপাতালে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ, পরিচয় জানতে চায় পুলিশ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশের পরিচয় খোঁজা হচ্ছে।আনুমানিক ৮০ বছর বয়স্ক এই বৃদ্ধের লাশ গত দুই দিন ধরে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ সেপ্টেম্বর) রাত অনুমানিক সাড়ে ১০টায় অজ্ঞাতনামা এই পুরুষকে হযরত শাহজালাল (রহঃ) মাজারের দক্ষিণ পার্শ্বে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

উপস্থিত লোকজন মানবতার দৃষ্টিকোণ থেকে অজ্ঞাতনামা এই ব্যক্তিকে তাৎক্ষনিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে কোতোয়ালী মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা লাশের পরিচয় জানার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত কেউই লাশের পরিচয় দিতে পারেনি।

কেউ যদি চিনে থাকেন তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin