বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন


শ্রীমঙ্গলে দুর্লভ ফণিমনসা সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে দুর্লভ ফণিমনসা সাপ উদ্ধার


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবজি বাজার থেকে দুর্লভ ফণিমনসা সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের সবজি বাজারের কলাপট্টি থেকে সাপটি উদ্ধার করা হয়।

প্রায় ১১ ফুট লম্বা খয়েরি রঙের ফণিমনসা সাপটি কলার ছড়ি থেকে বেরিয়ে এলে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ভয়ে লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। পরে ব্যবসায়ীরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেখান থেকে লোকজন এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান।

ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, পাহাড় থেকে কলার ছড়ি বাজারে নিয়ে আসার সময় সাপটি কলার ছড়ির সঙ্গে চলে আসতে পারে।

সজল দেব জানান, এটি মৃদু বিষধর সাপ। দীর্ঘাকৃতি ও চিকন হওয়ার কারণে স্থানীয় লোকজন সাপটি দেখেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। এরা গহীন বনে কলার ছড়ির ভাঁজে জড়িয়ে থাকে। আর সে কারণে কলাবাগান থেকে কলার সঙ্গে বাজারে চলে আসে সাপটি। ফণিমনসা সাপটি সেবা ফাউন্ডেশনের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব ঠিক থাকলে শনিবার বিকেলে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করে দেওয়া হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin