শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন


শায়েস্তাগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দীর্ঘদিন আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি রাসেল মিয়া (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

জানাযায় সোমবার রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল মিয়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায় ২০১৭ সালে শাল্লায় একটি হত্যা মামলার আসামী হওয়ার পর থেকে সে শায়েস্তাগঞ্জে আত্মগোপনে ছিল।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোরশেদ আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, সে দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জে আত্নগোপনে ছিল। আটককৃত আসামীকে শাল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শাল্লা থানায় ২০১৭ সালে দায়েরকৃত একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামী শায়েস্তাগঞ্জ থানায় আটক হয়েছে । সে দীর্ঘ যাবত পলাতক ছিলো। তাকে নিয়ে আসতে আমাদের টিম শায়েস্তাগঞ্জে অবস্তান করছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin