শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর জন্মদিনে শান্তিগঞ্জ উপজেলায় বিশেষ ক্যাম্পেইনে টিকা নিলেন ১১৮১৫ জন

প্রধানমন্ত্রীর জন্মদিনে শান্তিগঞ্জ উপজেলায় বিশেষ ক্যাম্পেইনে টিকা নিলেন ১১৮১৫ জন


শেয়ার বোতাম এখানে

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ:

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেও বিশেষ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলার ৮ টি ইউনিয়নের ২৪ টি কেন্দ্রে  উৎসব মুখর পরিবেশে টিকা নিয়েছেন ১১ হাজার ৮ শত ১৫ জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ১৪ জন এবং নারী ৬ হাজার ৮ শত ১জন। হাতের নাগালে টিকাকেন্দ্র হওয়ায় সকাল থেকেই ভীড় ছিল উপজেলার বিভিন্ন কেন্দ্রে। প্রতিটি টিকাকেন্দ্র মনিটরিং করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলন, সকাল থেকে দিনব্যাপী ২৪ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে টিকাদান ক্যাম্পেইন চলেছে। মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিয়েছেন। 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin