শুভ প্রতিদিন ডেস্ক:
সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকে আয়োজিত এম এ খান ফাউন্ডেশন ইউকে ডাবুলস ক্যারাম চ্যাম্পিয়ন শীপ ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে । সোমবার (২৩মে) সন্ধায় পুর্বলন্ডনে অবস্থিত সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকের ভবনে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোঃ আব্দুল হক পারভেজের সভাপতিত্বে ও ক্যারম ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান খান সুজার পরিচালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাফী আহমদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কামরুল হাসান মুন্না, আব্দুল আলিম।
ফাইনাল খেলায় প্রথম স্থান অধিকার করে বাদল ও হাসান জুটি দ্বিতীয় স্থান অধিকার করে আলতাফ ও জয়নাল জুটি এবং তৃতীয় স্থান অধিকার করে সালাম ও রাসেল জুটি। অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ।