স্টাফ রিপোর্ট : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে মির্জাগাঁও ও পাচঁগাওয়ের মানুষের মাঝে তুমুল সংঘর্ষ চলছে।
রবিবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে লামাকাজি বাস স্ট্যান্ডের টুলের টাকা নিয়ে এ সংঘর্ষ বাঁধে।
এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ১০টা) পর্যন্ত দুপক্ষে বিভিন্ন ধানের অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষ চলছে। খবর পেয়ে বিশ্বনাথ থানাপুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে।
এদিকে, বিশ্বনাথের স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী জানিয়েছেন- সংঘর্ষ থামাতে গিয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান আহত হয়ে হাসপাতালে রয়েছেন। সংঘর্ষের কারণে বর্তমানে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে, ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে অন্ধকারের মধ্যে সংঘর্ষ চলছে। ভাঙচুর করা হচ্ছে দোকানপাট ও যানবাহন।
বিস্তারিত আসছে…..