মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন


দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক : কারখানা বন্ধের প্রতিবাদে সকাল থেকে দুই ঘণ্টা অবরোধের পর বনানীর রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা। ফলে রাজধানীর ব্যস্ততম সড়ক থেকে শুরু করে আশপাশের সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী সাহান হক জানান, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তারা সকাল ৮টার পর থেকে বনানীর সৈনিক ক্লাবের সামনে অবরোধ করেন। সেখানে ১০টা পর্যন্ত ছিলেন তারা। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক থেকে সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার কিছু পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কারখানাটির শ্রমিকরা। এর ফলে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। বিশেষ করে মহাখালী ও বিমানবন্দরগামী যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন। ফলে অনেকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে সরে ছাড়েন তারা।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin