মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন


মিশিগানে ২৩, ২৪ ও ২৫ আগষ্ট তিনদিনব্যাপী বাংলা টাউন মেলা: আহবায়ক কমিটি গঠন

মিশিগানে ২৩, ২৪ ও ২৫ আগষ্ট তিনদিনব্যাপী বাংলা টাউন মেলা: আহবায়ক কমিটি গঠন


শেয়ার বোতাম এখানে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ‘জেইন ফিল্ডে’ আগামী ২৩, ২৪ ও ২৫ আগষ্ট, ২০২৪ (শুক্র, শনি ও রোববার) তিনদিনব্যাপী মেলা অনুষ্টিত হতে যাচ্ছে। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলবে।

মেলা উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় হ্যামট্রামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় মামুনুর রেজা সাহেলকে আহবায়ক ও শাকের উদ্দিন সাদেককে সদস্য সচিব করা হয়। সহ সদস্য সচিব করা হয় সৈয়দ হোসাইন রায়হান ও রাসেল মোহাম্মদকে। কোষাধ্যক্ষ আবুল লেইছ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ও সাংস্কৃতিক সম্পাদক এম ফিরুজ আলীকে।
উপদেষ্টা হিসেবে রয়েছেন সেলিম আহমদ, মো. জিলাল উদ্দিন ও এডভোকেট এটিএম ফয়েজ।
এছাড়া আগামী রোববার বিভিন্ন উপ কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

মেলায় বিভিন্ন অনুষ্টানের পাশাপাশি থাকছেন দেশ ও বিদেশের শিল্পীদের মধ্যে জনপ্রিয় কন্ঠশিল্পীরা।

বিভিন্ন রকমের স্টলের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বিনোদন সহ আকর্ষনীয় সব ইভেন্ট। এছাড়া রাফেল ড্র-তে রয়েছে অসংখ্য আকর্ষণীয় পুরুষ্কার।

আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলার আয়োজন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin