নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরের এসএসসি পরীক্ষার্থী মেয়েসহ ৩ সন্তান রেখে ফেরিওয়ালার সাথে পালিয়ে গেছেন এক স্কুল শিক্ষিকা। কানিজ ফাতেমা নামের ওই শিক্ষিকা উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মিজান মিয়ার স্ত্রী।
তিনি বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। স্ত্রীকে নিয়ে মাধবপুর পৌরসভার সবুজবাগে থাকতেন মিজান।
কানিজ ফাতেমার স্বামী মিজান মিয়া জানান, গত ৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা সদরে ২১ দিনের প্রশিক্ষণে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন কানিজ। পরে ২৭ সেপ্টেম্বর ফোন করে মিজানকে ডাকযোগে তালাকনামা পাঠান কানিজ। দুইদিন পর আবার ফোন করে কানিজ ফাতেমা জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হান্নান খন্দকারের ছেলে ওয়াসিম খন্দকারকে বিয়ে করেছেন। ওয়াসিম খন্দকারও মিজানকে ফোনে একই কথা জানান। ওয়াসিম খন্দকার গ্রামে গ্রামে ফেরি করে প্লাস্টিকের খেলনা বিক্রি করেন।
মিজান আরও জানান, প্রায় ২০ বছর আগে শাহবাজপুর গ্রামের মোস্তাক মিয়ার মেয়ে কানিজ ফাতেমাকে বিয়ে করেন তিনি। সে বছর কানিজ এসএসসি পরীক্ষা দেন। বিয়ের পর স্ত্রীকে বিএ পাশ করান মিজান। পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে চাকরি লাভ করেন কানিজ।
মিজান মিয়া জানান, তার ৩ সন্তান রয়েছে। বড় মেয়ে ইশা (১৫) স্থানীয় একটি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে। এছাড়া ইশান (১১) ও ইমরান (৮) নামে তার ২ ছেলে রয়েছে।মিজান দাবি করেন, কানিজ ফাতেমা যাওয়ার সময় ঘরে রক্ষিত বাড়ি বিক্রির ১২ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে গেছেন। সন্তানদের মুখের দিকে তাকিয়ে ফিরে এলে কানিজ ফাতেমাকে যথাযথ মর্যাদায় গ্রহণ করবেন বলেও জানান মিজান।