মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন


বাহুবলে মা-মেয়ে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

বাহুবলে মা-মেয়ে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড


শেয়ার বোতাম এখানে

হবিগহ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবলে এক নারী ও তার মেয়েকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত মঙ্গলবার আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মনির মিয়া (২২), সিলেটের গুয়াইনঘাট উপজেলার সালুটিগড় এলাকার আমির হোসেন (৩৫) ও বাহুবল উপজেলার হাজীবাদাম গ্রামের আবদুল হান্নান (৪০)।

রায় ঘোষণা শেষে আসামিদের ফের কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, আসামিরা ২০২১ সালের ১৭ মার্চ গভীর রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। ওই সময় তারা বাসার মালামাল লুট করার চেষ্টা করেন। এতে বাধা দিলে ডাকাতরা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যান।

ঘটনার পরের দিন অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ ও আলামত বিশ্লেষণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। দ্রুত রায় কার্যকর চায় রাষ্ট্রপক্ষ।

আসামিপক্ষের স্বজনরা রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা শিগগিরই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে সাংবাদিকদের জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin