মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন


দিরাইয়ে নারী ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার

দিরাইয়ে নারী ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার


শেয়ার বোতাম এখানে

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে মৌ দাস (১৭) নামের এক নারী ফুটবলারের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির বসত ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। সে উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের সুষেন দাসের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে অনেকক্ষণ মৌ দাসের খুঁজ না পেয়ে নিজ বাড়ির ধানের ভারার ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে দিরাই থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানায়, মৌ দাস প্রথমে স্বপ্নচূড়া একাডেমি, সিলেটের নানান একাডেমিসহ ঢাকায় খেলার সুযোগ পায় এর পর
দিরাই শাপলা টিমের হয়ে নারী ফুটবল খেলতো।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে আমরা ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin