মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন


আর্থিক গোয়েন্দা জালে ৩৪৩ প্রভাবশালী, সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ

আর্থিক গোয়েন্দা জালে ৩৪৩ প্রভাবশালী, সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই ব্যাংক খাতে বড় বড় দুর্নীতির চিত্র বের হয়ে আসছে। বিশেষ করে শেখ হাসিনার অর্থের প্রধান যোগানদাতারা দেশের ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে বিদেশে পাচার করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে।

এভাবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জালে আটকা পড়েছেন দেশের আর্থিক খাতের ৩৪৩ প্রভাবশালী। এর মধ্যে রয়েছেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম, বেক্সিমকো গ্রুপ, নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ, সামিট গ্রুপসহ প্রভাবশালী সাবেক মন্ত্রী-এমপি, আমলা ও ব্যবসায়ী।

এর মধ্যে শুধু এস আলম চার ব্যাংক থেকেই ঋণের নামে বের করে নিয়েছে দেড় লাখ কোটি টাকা। এস আলমের চূড়ান্ত হিসাব এখনো সম্পন্ন হয়নি। বেক্সিমকো গ্রুপ দেশের ব্যাংকিং খাত থেকে নামে বেনামে বের করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। অধিকতর তদন্ত করে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য এ সময়ে আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে ২২৫টি তদন্ত প্রতিবেদন দুদক ও সিআইডিতে পাঠানো হয়েছে।

সংস্থাটি ২০টি বড় গ্রুপের বিদেশ তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। চূড়ান্তভাবে এস আলম ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের দেশে-বিদেশে থাকা সম্পদ জব্দ করে ব্যাংকের অর্থ সমন্বয়ের জন্য বলা হয়েছে। বাকিদের বিষয়েও কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শেখ হাসিনার অর্থের প্রধান যোগানদাতা এস আলম, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিটের আজিজ খান গংসহ বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের দুর্নীতির প্রমাণ প্রকাশ পাচ্ছে এখন। দেশের ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে বিদেশে পাচার করার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দ ইউনিটসহ বিভিন্ন সংস্থা। নাসা গ্রুপ এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। তাদের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি।

দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে কি পরিমাণ অর্থ বের করে নিয়েছে তা ৫ আগস্টের পরই তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। নানা প্রতিবন্ধকতার মধ্যেও বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

৫ আগস্টের পর বিএফআইইউ থেকে সাবেক মন্ত্রী-এমপি, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে প্রতিদিনই শতাধিক ব্যাংক হিসাব জব্দ করছে তারা। তবে ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিএফথআইইউ, এনবিআর এবং দুদক যৌথ প্রচেষ্টায় ৩৪৩ জন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তাদের অ্যাকাউন্টে ১৪ হাজার ৫০০ কোটি টাকা পাওয়া গেছে।

বিএফআইইউ সূত্রে জানা যায়, ইতোমধ্যে ২২৫টি তদন্ত রিপোর্ট সিআইডি এবং দুদকে পাঠানো হয়েছে। এর মধ্যে ২০ কেসের অডিট রিপোর্ট সম্পন্ন হয়েছে। সবাই বিগত সরকারের আমলে অবৈধ সুবিধা নেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান। শিগগিরই বাকিগুলোর অডিট সম্পন্ন করে প্রতিবেদন দুদক ও সিআইডিতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা।

সূত্র আরো জানায়, আন্তর্জাতিক গোয়েন্দা জোট এগমন্টের সাথে যুক্ত ১৭৭টি দেশ ছাড়াও একাধিক দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে বিএফআইইউর। বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্ভাব্য সব দেশে চিঠি পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সহায়তায় পাচার হওয়া অর্থ ফেরতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার।

পাচারের টাকা ফেরাতে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন তারা। এ ছাড়া বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থসম্পদ সম্পর্কে জানতে বিভিন্ন দেশে চিঠি দেয়া শুরু করেছে। সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস, পরিবেশ অধিদফতর, বিএসইসি ও দুদক অর্থপাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin