মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন


জামায়াত দেশের মানুষের জন্য কাজ করতে চায় : গোলাপগঞ্জে সেলিম উদ্দিন

জামায়াত দেশের মানুষের জন্য কাজ করতে চায় : গোলাপগঞ্জে সেলিম উদ্দিন


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

ঢাকা উত্তর মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমরা জামায়াতে ইসলামী করি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। রাসূল (স.) যে কাজ নিয়ে এসেছিলেন জামায়াতে ইসলামীও সেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়। এদেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে জামায়াতের প্রতিটি কর্মীকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিকেল ৩টায় গোলাপগঞ্জ পৌর প্রাঙ্গণে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামাল ও পৌর আমীর মাওলানা আব্দুল খালিকের যৌথ সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর সেক্রেটারি কাজী শাহিদুর রহমান ও উপজেলা এ্যসিসটেন্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম, মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন।

আরো বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ, সিলেট মহানগরী জামায়াতের শুরা সদস্য এডভোকেট মোঃ আলিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি মোঃ সেলিম উদ্দিন, সাবেক ছাত্র নেতা রাফিয়ান আহমদ চৌধুরী প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin