গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের চন্দ্রপুরে শিরিন মোমোরিয়াল ট্রাস্ট ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা আশপাশের ৫টি বিদ্যালয়ের মোট ১০০জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে হলরুম পরিদর্শন করেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সফিক উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল আলম কয়েছ, আল এমদাদ ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী সদস্য জায়দুল ইসলাম শিপু, ইউপি সদস্য সালমান কাদের দিপু, সমাজসেবী আবুল কাশেম, মশকুর আহমেদ, এমাদ উদ্দিন প্রমুখ।