বিয়ানীবাজার প্রতিনিধি:
ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় সিলেটের বিয়ানীবাজার শাখায় পূবালী ব্যাংকের ইসলামিক কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় পূবালী ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম আসরাফ সভাপতিত্বে ও ব্যাংক কর্মকতা রুহুল আলম পরিচালনায় জমকালো আয়োজনে ইলামিক কর্ণারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবির চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ শাহেদ আহমদ ।এসময় উপস্থিত ছিলেন সিলেট পূর্বাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার,শেখ ওয়াহিদুর রহমান একাডেমির প্রধান শিক্ষক জহিরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, হাজী আব্দুস সালাম, ডাচ বাংলা, স্ট্যান্ডার্ড,সোনালী ব্যাংক শাখার ম্যানেজার, ও পুবালি ব্যাংক পিএলসির এর সকল কর্মকর্তা ও সাংবাদিকরা উউপস্থিত ছিলেন প্রমূখ।