মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন


দিরাইয়ে ফুটফাটের জায়গায় দখল নিয়ে সংঘর্ষে দুই ভাই আহত

দিরাইয়ে ফুটফাটের জায়গায় দখল নিয়ে সংঘর্ষে দুই ভাই আহত


শেয়ার বোতাম এখানে

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের সেনমার্কেটের সামনে ফুটফাতের জায়গায় দখল নিয়ে কথা কাটাকাটি জের ধরে ফুটপাতের দুই দোকানির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত আটটার দিকে দিরাই বাজার ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ছুরিকাঘাতে দুইজনসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন কৃষ্ণ পালের দুই ছেলে স্বপন পাল(২৫) ও পিয়াজু বিক্রেতা রিপন পাল(২৭)।

অপর আহত হলেন, আচার বিক্রেতা জগদীশ পাল। তারা সকলেই পৌর সদরের ২ নং ওয়ার্ডের লামা হাটির বাসিন্দা। ছুরিকাঘাতে আহত দুই ভাই স্বপন ও রিপনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন দিরাই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

জানা যায়, দিরাই থানা পয়েন্টের সেন মার্কেটের সামনে ফুটফাটের জায়গায় দখল নিয়ে রিপন ও জগদীশের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে রবিবার রাত আটটায় থানা পয়েন্টে প্রথমে কাটাকাটি ও পরে বাজার ব্রিজের পাশে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জগদীশ পাল বাজারের দিকে যাচ্ছিলেন। স্বপন পাল ও রিপন পাল জগদীশের ওপর পেছন থেকে হামলা করে মারধর করে।

এ সময় জগদীশ তার আচারের ভ্যান গাড়িতে থাকা চাকু দিয়ে দুই ভাইকে এলোপাতারী কোপ দেয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় স্বপন পাল ও রিপন পালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin