চক্ষু শিবিরের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রুপের সভাপতিত্বে ও প্রগতি যুব সংঘের সভাপতি আনছার মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তৈমূছ আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌর কৃষকদলের আহবায়ক নুর আলী, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, সংগঠক মিনহাজ উদ্দিন ও গিয়াস উদ্দিন।
এদিকে, অনুষ্ঠানের শুরুতেই সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সাবেক) ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় ও মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় হাজী আনিছ উল্লাহ এন্ড করফুল বিবি ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হরিকলস জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন। এসময় বিএনপি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।