মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে রাস্তা বন্ধ করে আ’লীগ নেতার সেপটিক ট্যাংক নির্মাণ!

গোলাপগঞ্জে রাস্তা বন্ধ করে আ’লীগ নেতার সেপটিক ট্যাংক নির্মাণ!


শেয়ার বোতাম এখানে

জাহিদ উদ্দিন:

গোলাপগঞ্জের বাদেপাশায় রাস্তা বন্ধ করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে। বুধবার এ অমানবিক কাজের প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সিলেটের পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন মছকন আলী নামের এক স্থানীয় বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, এ ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের লম্বাহাটিতে প্রায় ৪০টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন জোরপূর্বক তার ভাই রিমন আহমদ, মৃত আইয়ুব আলীর ছেলে জয়নাল আহমদ, মানিক মিয়া গংরা ও তার লাঠিয়াল বাহিনী দিয়ে রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে এই রাস্তায় একটি সেপটিক ট্যাংক স্থাপন শুরু করে। এলাকাবাসী তাদের নিষেধ করলেও তারা জোরপূর্বক তাদের কাজ অব্যাহত রেখেছে। এতে এ রাস্তা দিয়ে চলাচলকারী ৪০টি পরিবারের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার দুপুরে সরেজমিন রাস্তাটিতে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসা সরকারি এই রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়ে। এছাড়াও এই রাস্তার একটি অংশে কয়েকজন শ্রমিক সেপটিক ট্যাংক নির্মানে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সফিক উদ্দিন (৫৫) কান্নাজড়িত কন্ঠে জানান, আমরা কি এ দেশের নাগরিক নয়। আমাদের সরকারি রাস্তা কিভাবে সৈরাচারের একজন নেতা জোরপূর্বক বন্ধ করে দেয়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মছকল আলী (৬০) নামের আরেক বায়োবৃদ্ধ জানান, আমরা এখানের স্থায়ী বাসিন্দা। জোরপূর্বক আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ার অধিকার কারো নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এজন্য আইনের মাধ্যমেই আমরা আমাদের রাস্তা আগের অবস্থায় চাই।

বায়োবৃদ্ধ আব্দুল জব্বার (৭০) জানান, এই রাস্তা দিয়ে আমরা গোরস্থানে লাশ নিয়ে যাই। এছাড়াও মসজিদ স্কুলেও এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করে। কাউকে না জানিয়ে অন্যায় ভাবে এতগুলো পরিবারের রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় আমরা সবাই দুর্ভোগে পড়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আব্দুর রহমান গিয়াস উদ্দিন সহ বেশ কয়েকজন এলাকাবাসী জানান, প্রায় ২০০ বছর থেকেই এই রাস্তাটি সবাই ব্যবহার করে আসছেন। আগে রাস্তাটি সরকারি ভাবে রেকর্ড ছিলনা। বর্তমানে রাস্তাটি সরকারি ভাবে রেকর্ডভুক্ত হয়েছে। হঠাৎ করে আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন গংরা রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ায় প্রায় ৪০টি পরিবার বিপাকে পড়েছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাদেপাশা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন জানান, তিনি রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করেননি, নিজের জায়গাতেই নির্মাণ কাজ চলছে। রাস্তায় বাঁশের বেড়া কে দিয়েছেন তিনি জানেন না বলেও জানান।

এ ব্যাপারে বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসেন জানান, এই অভিযোগ সম্পর্কে তিনি অবগত আছেন। এ বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যকে তিনি দায়িত্ব দিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে পুলিশ সুপার বরাবর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের এডিসি মিডিয়া জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত নয় তবে অফিসে যদি সেটা দেয়া হয় তাহলে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেয়া হবে। তারা পুরো বিষয়টি দেখে রিপোর্ট দিবেন বলেও জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin