মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন


দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি, ট্রাকচালক আটক

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি, ট্রাকচালক আটক


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসনাত ও সারজিস ওই গাড়িতে ছিলেন না। তারা নিরাপদে আছেন। তাদের বহরের একটি গাড়িকে কক্সবাজারগামী ট্রাক চাপা দেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin