মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন


এবার প্রকাশ্যে এলো শাবি ছাত্রশিবির, শুরুতেই ৫২ দফা

এবার প্রকাশ্যে এলো শাবি ছাত্রশিবির, শুরুতেই ৫২ দফা


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

ফ্যাসিবাদ বিরোধী নতুন ক্যাম্পাস বিনির্মাণে ১৩ টি বিষয়ে ৫২ দফা প্রস্তাবনা দিয়ে এবার প্রকাশ্যে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শাবিপ্রবি শাখা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নিজেদের ফেইসবুক পেইজে স্মারকলিপি জমা দেওয়ার একটি ছবি শেয়ার দেন। এতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরয়ারউদ্দীন চৌধুরীর কাছে ১৩ টি বিষয়ে ৫২ দফা প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন।

দফা সমূহ হলো- জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে দ্রুত তদন্ত কমিটি গঠন করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে একাডেমিক, প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, ফ্যাসিবাদের আইকনদের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল স্থাপনা ও কর্নারের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করতে হবে, গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়ে ইসলামবিদ্বেষসহ নানাবিধ নিপীড়ন ও বৈষম্যের ঘটনার তদন্ত করে নিপীড়ন ও নির্যাতনের শিকার সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে, জুলাই অভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের পরিবারের সদস্যদের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সাথে আহতের তালিকা করে তাদের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা এবং তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা করতে হবে, জুলাই অভ্যুত্থান ও শেখ মুজিব-শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামল সম্পর্কে সামাজিক বিজ্ঞান অনুষদে বিশেষ গবেষণা ও থিসিসের ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসে একটি জুলাই অভ্যুত্থান স্মৃতি কর্নার স্থাপন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম (বিভিন্ন ধরণের আবেদন, টাকা জমা দেওয়া, সার্টিফিকেট-মার্কশীট প্রয়োজনীয় ডকুমেন্ট উত্তোলন) আধুনিকায়ন করে সকল কার্যক্রম অনলাইনে নিয়ে এসে প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার্থীদের দুর্ভোগ দূর করতে হবে, একাডেমিক পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করতে হবে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিটি বিভাগে বর্ষভিত্তিক ভর্তি ফি, ক্রেডিট ফি কমাতে হবে। বিভাগের উন্নয়ন ফি এবং আইআইসিটি-এর ইস্টিটিটিউট ফি-এর যৌক্তিক সংস্কার করতে হবে, নিপীড়নমূলক ফ্লোর কালচার বিলুপ্ত করে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলের নৈতিক মূল্যবোধকে ধারণ করে ফ্রেশারস রিসিপশনের আয়োজন করতে হবে।

ড্রপ সিস্টেম বাতিল করে ইম্প্রভ সিস্টেম চালু করতে হবে, যেসব বিভাগে একাডেমিক কার্যক্রমের জন্য ল্যাপটপ প্রয়োজন সেসব বিভাগের শিক্ষার্থীদের ল্যাপটপ ক্রয়ের জন্য শিক্ষাঋণের ব্যবস্থা করতে হবে, সকল শিক্ষার্থীর জন্য থিসিসের সুযোগ রাখতে হবে, যে সকল ডিপার্টমেন্টের ক্লাসরুম ও ল্যাবের সংকট আছে তা নিরসন করতে হবে। প্রত্যেক ডিপার্টমেন্টে সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি নিশ্চিত করতে হবে এবং সেমিনার লাইব্রেরিতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, যেসকল ডিপার্টমেন্টের ফিল্ডওয়ার্ক কোর্সের অন্তর্ভুক্ত, সেসকল ফিল্ডওয়ার্কের পুরো ব্যয়ভার ডিপার্টমেন্টকে বহন করতে হবে।

চলমান আবাসন সংকট নিরসন করে শতভাগ আবাসিক ক্যাম্পাস বিনির্মাণ করতে হবে। আবাসন সংকট নিরসনের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন খরচ বাবদ উপযুক্ত পরিমাণ মাসিক বৃত্তির ব্যবস্থা করতে হবে, হল পরিচালনা, সিট বণ্টনসহ সকল প্রশাসনিক কর্মকান্ড পরিচালনায় যাতে কোন রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে তা নিশ্চিত করতে হবে, নারী শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে প্রত্যেককেই প্রথম বর্ষ থেকে আবাসিক সিট বরাদ্দ দিতে হবে। সিট সংকট সমাধানের সাময়িক পদক্ষেপ হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের নিকটবর্তী এলাকায় ছাত্রী হোস্টেলগুলোর ভাড়া কমানোসহ যাবতীয় সমস্যা নিরসন করতে হবে, আবাসিক হলগুলোর ডাইনিং, ক্যান্টিন ও দোকানগুলোতে খাবারের যথাযথ মান নিশ্চিত করতে হবে এবং খাবারের উচ্চমূল্য নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় থেকে প্রয়েজনীয় ভর্তুকির ব্যবস্থা গ্রহণ করতে হবে, হলগুলোতে সার্বিক কার্যক্রমে হাউজ টিউটরদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। প্রসাশনের পক্ষ থেকে হলভিত্তিক কো- কারিকুলার কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট দূর করতে নতুন বাসের ব্যবস্থা করতে হবে, পরিবহনের রুট বৃদ্ধি করতে হবে, হল থেকে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসের রাস্তাগুলোর সংস্কার করতে হবে। বিশেষ করে ছাত্র হলে যাওয়ার রাস্তা সংস্কার করে রাস্তা দুপাশে ছায়াদার বৃক্ষরোপন করে পর্যাপ্ত যত্নের ব্যবস্থা করতে হবে, পড়ালেখার পরিবেশ সংরক্ষণে একাডেমিক এরিয়ায় দীর্ঘসময় উচ্চস্বরে মাইক বাজিয়ে কনসার্টসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে প্রক্টরিয়াল টিমের সার্বক্ষণিক নজরদারী নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী এরিয়ায় মাদক ও নেশায় আসক্তদের উৎখাত করতে হবে, ক্যাম্পাসের সকল জায়াগায় রাতে পর্যাপ্ত আলো এবং সিসিটিভির ব্যবস্থা করতে হবে।

গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য সরকারের কাছে জোরালো আবেদন ও প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এছাড়া গবেষণা কাজে দেশীয় ও আন্তর্জাতিক অর্থপ্রদানকারী সংস্থা থেকেও অর্থ সংগ্রহের উদ্যোগ নিতে হবে, প্রত্যেক বিভাগে মৌলিক গবেষণার উপর কোর্স অন্তর্ভুক্ত করতে হবে, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে গবেষণার জন্য আর্থিক প্রণোদনা দিতে হবে, শিক্ষকদের অধীনে গবেষণা সহকারী (রিসার্চ এসিস্ট্যান্ট) হিসেবে কাজ করার বৈতনিক সুযোগ তৈরি করতে হবে, গবেষনায় আগ্রহীদের গবেষণার সুযোগ করে দিতে হবে, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ পালন করতে হবে। যেখানে দেশ-বিদেশের গবেষকদের আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন সেশন আয়োজন, নবীন গবেষকদের গবেষণা প্রদর্শন, মৌলিক গবেষণা কোর্স ইত্যাদির আয়োজন করে গবেষনার নেটওয়ার্কিং বৃদ্ধি করতে হবে, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য শিক্ষা ঋণের ব্যবস্থা করতে হবে।

ইউসি ভবন সংস্কার এবং আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য রুম বরাদ্দ করতে হবে, একই সাথে ফ্যাসিবাদের সহযোগী সাংস্কৃতিক সংগঠনগুলোর বরাদ্দকৃত রুম বাতিল করতে হবে, ইউসিতে ছেলে ও মেয়েদের জন্য আলাদাভাবে নামাজের সুব্যবস্থা করতে হবে।

লাইব্রেরীকে আধুনিকায়ন করে বইয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ক্যাটালগকে আধুনিকায়ন করে সহজে বই খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে, লাইব্রেরী থেকে বঙ্গবন্ধু কর্নার বাতিল করতে হবে, লাইব্রেরীতে একটি ইসলামী কর্নার স্থাপন করতে হবে। একই সাথে শাহজালাল রহঃ জীবন ইতিহাস ও আদর্শ জানার জন্য প্রয়োজনীয় বইয়ের ব্যবস্থা করতে হবে, বাহির থেকে বই নিয়ে পড়ার জন্য রিডিং রুমের ব্যবস্থা করতে হবে।

মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে, কেন্দ্রীয় মসজিদ এবং হল মসজিদ সংস্কার করে মসজিদে একটি সমৃদ্ধ পাঠাগার এবং ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেক একাডেমিক ভবন এবং লাইব্রেরী ভবনে ছেলে ও মেয়েদের জন্য আলাদাভাবে নামাজের সুব্যবস্থা করতে হবে, সকল শিক্ষার্থীর নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় খেলার মাঠ, হ্যান্ডবল গ্রাউন্ডের সংস্কার করতে হবে। কেন্দ্রীয় খেলার মাঠে গ্যালারী সংখ্যা বৃদ্ধি করতে হবে, শারীরিক শিক্ষা কেন্দ্রকে আধুনিকায়ন করে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, একই সাথে সার্বক্ষণিক অভিজ্ঞ একটি আধুনিক সুইমিংপুল নির্মাণ করে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে। সাঁতারের প্রশিক্ষণের জন্য ট্রেইনারের ব্যবস্থা করতে হবে, টেনিসকোর্টের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্যও টেনিসকোর্ট উন্মুক্ত করে দিতে হবে, সার্বক্ষণিক ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং ভালো মানের ঔষধ সরবরাহ করতে হবে, অদক্ষ ডাক্তারদের অপসারণ করে মেধাবী ও বিভাগভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

প্রস্তাবনার আলোকে বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ-গাজীদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করা হবে বলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করেন বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়। তারা আরো বলেন, ‘দ্রুততম সময়ের মাঝে শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনা করে উল্লিখিত প্রস্তাবনার আলোকে কার্যকর উদ্যোগ করবেন। একটি আদর্শ, নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।’

এ ব্যাপারে শাবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আগামীতে সুন্দর, স্বচ্ছ এবং ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে আছি। আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাব।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin