গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মিলটন চন্দ্র পাল।
সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দীন মুরাদ,সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর, সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সহ-সভাপতি মাওলানা মোক্তার আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আজিজ জামাল, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান,পৌর বিএনপির সেক্রেটারি নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কান্তি পাল, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, সমাজকল্যাণ সম্পাদক রবীন্দ্র রায়,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,জাতীয় ইমাম সমিতির গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, বিএনপি নেতা মুজিবুর রহমান,ইউএনও অফিসের রুম্মান আহমদ নওশাদ প্রমুখ।