মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন


বিশ্বনাথে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে ব্যতিক্রমী আয়োজন

বিশ্বনাথে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে ব্যতিক্রমী আয়োজন


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে জনগনের দোরগোড়ায় সরকারি সকল সেবা পৌছে দিতে এক ব্যতিক্রমি এক মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ।
শনিবার দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে সিংগেরকাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকালে শান্তর পায়রা মুক্ত আকাশে উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়।
দিনব্যাপী দশটি স্টলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্ব স্ব দপ্তরের সেবা গ্রহিতাদের সেবা প্রদান করার পাশাপাশি সেবামূলক পরামর্শ দেন। মেলায় অংশ নেয় উপজেলা কৃষি, ভূমি,  প্রাণীসম্পদ, সমাজসেবা ও পরিবার পরিকল্পনা দপ্তর। পাশাপাশি ন্যায্য মূল্যের দোকান, মুক্তবাজার নামের দুটি স্টলও সেবা প্রদান করে। এছাড়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য শফিক আহমদ-পিয়ারের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাহিদ নওরীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যকলোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন দপ্তরের সেবা প্রার্থীদের মধ্যে বিভিন্ন উপকরন বিতরণ করেন অতিথিরা। পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin