মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন-২

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন-২


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

“সুন্দর জীবনের জন্য আল- কোরআন” এই প্রতিপাদ্যে নর্থ আমেরিকায় বসবাসরত মুসলমানদের অংশগ্রহণে ২য় বারের মতো অনুষ্টিত হচ্ছে যাচ্ছে “আরটিভি আলোকিত কোরআন যুক্তরাষ্ট্র,সিজন-২।

যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের মাঝে আল- কোরআন চর্চা ও তেলাওয়াতকে প্রচার ও প্রসারের লক্ষ নিয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মিশিগানের হ্যামট্রামেক শহরের রাধুনী রেস্টুরেন্টে আরটিভি উদ্যোগে মিট এন্ড গ্রীট এর আয়োজন করা হয়।

আরটিভির প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কিশোর রাদি আহমেদের কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান।

আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান বলেন,যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ বাংলাদেশি- আমেরিকান বসবাস করেন। তাঁদের ছেলে- মেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আল -কোরআন শিক্ষায় জড়িত হচ্ছে। তাঁদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ও শ্রুতিমধুর। এই ছেলে- মেয়েদেরকে যাতে আরো উৎসাহিত করা যায় সেই লক্ষে আরটিভি পুরো যুক্তরাষ্ট্রজুড়ে গত বছর থেকে এই প্রোগ্রামটি চালু করেছে।

২০২৫ সালের রমজান মাসে ২৭ টি পর্বে আবারো ২য় বারের মতো অনুষ্টানটি আয়োজন করতে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমেরিকার অধিকাংশ স্টেইট থেকে অনেকেই অংশগ্রহন করবে।

আমরা সিদ্ধান্ত নিবো আগামীতে যাতে শুধু নিউইয়র্ক নয়,মিশিগান,টেক্সাস সহ অন্যান্য বাংলাদেশি অধ্যুসিত স্টেইটগুলোতে চুড়ান্ত প্রতিযোগিতার অনুষ্টানটি আয়োজন করতে।এই অনুষ্টানটি সফল করতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রাথমিক বাছাই পর্বটি যাতে প্রতিটি স্টেইটে সম্পন্ন করা যায় এ ব্যাপারে সবার মতামত এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় আলোকিত কোরআন যুক্তরাষ্ট্র,সিজন-২ নিয়ে আলোচনা ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন হ্যামট্রামেক সিটি কাউন্সিলর ও সাবেক মেয়র প্রোটেম কামরুল হাসান, মাওলানা ফকরুল ইসলাম,মাওলানা তাজুল ইসলাম,বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক,বাংলা প্রেস ক্লাব মিশিগান এর সাধারন সম্পাদক আশিক রহমান,মাওলানা মিনহাজ আহমেদ,হাফিজ মুমিনুল ইসলাম, সমজিদ আলম ও মুজিব আহমেদ মনির প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি চিন্ময় আচার্য্য, সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ,সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল,ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ সোলাইমান আল মাহমুদ,শুভ প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ এডিটর ফয়সল আহমেদ মুন্না,ওয়ারেন সিটির প্ল্যানিং কমিশন মেম্বার দেলোয়ার আনসার সহ ব্যবসায়ী,আলেম সমাজের নেতৃবৃন্দসহ কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বাংলা প্রেস ক্লাব মিশিগানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়,আলোকিত কোরআন ইউএসএ সিজন-২ এর রেজিষ্ট্রেশন চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। প্রতিযোগিকে ২ থেকে ৩ মিনিটের কোরআন তেলাওয়াতের একটি ভিডিও প্রেরণ করতে হবে।

আবেদন করার নিয়ম:
ধারনকৃত ভিডিওটিতে প্রতিযোগির নাম,
মোবাইল নাম্বার ও ঠিকানা উল্লেখ করতে হবে।

পাঠানোর ঠিকানা:
Rtvonline.com/alokitoquranusa
Or, [email protected]
Whatsapp: ±1(404)9165251,±8801552322040,+8801878184116,
+1(734)6784149

অনুষ্টানটির বিস্তারিত জানতে ক্লিক করুন:
Facebook.com/rtvrealityshowa
Facebook.com/RtvAlokitoQuran


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin