গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় গোলাপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে পৌর শহরের চৌমুহনী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, উপজেলা কৃষক দলের আহবায়ক ফুরুক আল মাহমুদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ছয়ফুল, সদস্য রেহান উদ্দিন, বাঘা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাকিল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উলামা দলনেতা হাফিজ আখতার উদ্দিন, কৃষক দল নেতা আশিক আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।