মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন


র‌্যাঙ্ক ব্যাজ পরলেন আনসার-ভিডিপি’র ৬ উপমহাপরিচালক

র‌্যাঙ্ক ব্যাজ পরলেন আনসার-ভিডিপি’র ৬ উপমহাপরিচালক

র‍্যাঙ্ক ব্যাজ পরালেন উপমহাপরিচালক জিয়াউল হাসান

শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন পদবীর ছয় জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস,পিএএমএস।

বৃহস্পতিবার সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে এই র‍্যাংক ব্যাজ পড়ানো হয়। এ সময় সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট মোঃ ফারুক হোসেইন উপস্থিত ছিলেন।

একই সঙ্গে উপমহাপরিচালক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের মধ্যে ল্যান্স নায়েক থেকে নায়েক দুইজন ও সিপাহী থেকে ল্যান্স নায়েক চারজন, মোট ছয়জনকে র‍্যাংক ব্যাজ পড়ানো হয়।

র‍্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপমহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন। তিনি সবাইকে চেইন অব কমান্ড মেনে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয়ের বাহিনীর দায়িত্বভার গ্রহণের পর থেকে তার অধীনস্থদের কল্যাণচিন্তার একটি মৌলিক অংশ ছিলো দাপ্তরিক প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজতর ও গতিশীল করার মাধ্যমে ন্যায্যতা ও সক্ষমতার ভিত্তিতে প্রত্যেকটি সদস্যকে তার প্রাপ্যতা বুঝিয়ে দেয়া। বাহিনীর নিয়মিত এবং মৌলিক অংশ হিসেবে আনসার ব্যাটালিয়ন সদস্যদের পদোন্নতির দীর্ঘসূত্রিতা দূরীকরণে স্হায়ী নীতিমালা সংস্কার ঠিক তেমনি একটি প্রাপ্য অধিকার। চলমান পরিস্থিতির মাঝেও মহাপরিচালকের সানুগ্রহে ব্যাটালিয়নসমূহের বিভিন্ন পদবীর সদস্যদের পদোন্নতির প্রস্তাব যাচাই-বাছাই এবং পদোন্নতির যোগ্যতা পূরণ সাপেক্ষে সিপাহি হতে সুবেদার পর্যন্ত বিভিন্ন পদবীতে ৯৫৩ জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে দ্রুততার সাথে তিনি পদোন্নতি প্রদান করেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ইতোমধ্যেই পরবর্তী ধাপের প্রায় ২৩০০ জন সদস্যের পদোন্নতি প্রদানের কার্যক্রম চালু হয়েছে। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিতকরণে সকল পর্যায়ের সদস্যদের আরো বেশি উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের আকাঙ্খা পূরণে সচেষ্ট থাকতে হবে।

এ সময় পদোন্নতি প্রাপ্ত সকল আনসার ব্যাটালিয়ন সদস্য মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin