মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন


আ ‘লীগ লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে: শ্রীমঙ্গলে এম নাসের রহমান

আ ‘লীগ লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে: শ্রীমঙ্গলে এম নাসের রহমান


শেয়ার বোতাম এখানে

আবুজার বাবলা, শ্রীমঙ্গল :

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোনও কিছু আছে ? এরা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিকাল ৩টায় শহরের পুরান বাজারে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সভায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মহসিন মিয়া মধু, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), মিজানুর রহমান (ভিপি মিজান) ও এড. আবেদ রাজা।

কর্মীসভায় মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন- আপনারা যারা বিগত আন্দোলনে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, জেল জুলুম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে প্রাধান্য দিয়েই আগামিতে আমরা কমিটি করবো।

আজকে শ্রীমঙ্গলে যেভাবে ঐক্যবদ্ধভাবে মিটিং করলেন। এভাবে এর আগে আমার মনে হয়না আমরা করতে পেরেছি। দলের আজকের এই কর্মী সমাবেশ একটা জনসমাবেশে রুপান্তরিত হয়েছে।’ তিনি বলেন- ‘বিএনপি এক এবং অভিন্ন।

ঐক্যবদ্ধ বিএনপি কেউ ভিতরে কেউ বাইরে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ পূর্বে কেউ পশ্চিমে থাকার কোন সুযোগ নেই। তারেক রহমানের নির্দেশ এক বিএনপি এবং অভিন্ন বিএনপি’। এর আগে তিনি শ্রীমঙ্গল উপজেলার অর্ন্তগত ৯টি ইউনিয়ন বিএনপি ও পৌরসভার অর্ন্তগত ৯টি ওয়ার্ড বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম শ্রীমঙ্গল শহরে বিএনপি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । কর্মী সমাবেশটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসভায় রুপান্তরিত হয়। দুপুর একটা থেকে উপজেলার ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে মুখরিত করে সমাবেশস্থলে আসে।

এছাড়া বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সভাস্থলে উপস্থিত হন। উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন সভাস্থল ও এর আশপাশ এলাকা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক ও সমন্বয়ক গাজী মারুফ, জেলা আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আব্দুল ওয়ালি সিদ্দিকি, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. ফখরুল ইসলাম, আনিসুজ্জামান বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, তাজ উদ্দিন তাজু প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন- বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা মামলা হামলার শিকার হয়েও হাসিনা পতনের আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে লড়াই করে গেছেন তারাই আগামি নেতৃত্বে আসবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে দলকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বক্তারা আরো বলেন- দেশ এখন এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামীলীগ ও এর দোসরদের অব্যাহত ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে দেশের জনগনের পাশে থাকতে হবে। মনে রাখতে হবে গ্রুপিং করে দলের বদনাম ছাড়া কিছু অর্জন করা সম্ভব নয়। দিন শেষে আমরা সবাই বিএনপি’র কর্মী, সেটা মাথায় রেখে ঐক্যবদ্ধ ভাবে দেশ বিরোধি সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin