মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন


ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিক্ষোভ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিক্ষোভ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিক্ষোভ

শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক : ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এবার রাজপথে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। জাহাঙ্গীর গেট, বিজয় স্মরণী হয়ে আবারও রাওয়া কমপ্লেক্সমুখী মিছিলে আওয়াজ ওঠে আধিপাত্যবাদ রুখে দেয়ার।

এসময় জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। এছাড়া দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ-আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঠেকাতে তারা প্রস্তুত। নতজানু নয়, পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।

বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, ভারতের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির শামিল।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে মিলেই তা রুখে হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin