ক্যারল, লন্ডন থেকে:
যুক্তরাজ্য জুড়ে ঝড় বার্টের প্রভাবে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন বাংলাদেশি ও রয়েছেন। পাশাপাশি টানা বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও ফ্লাইট বাতিলে বিপর্যস্ত জনজীবন।
যুক্তরাজ্যে বার্মিংহামে ঘূর্ণিঝড়ে গাছচাপায় কাহের হোসেন শাহিন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) বার্মিংহামে প্রচণ্ড ঝড়ের সময় এ ঘটনা ঘটে।
বার্মিংহামে প্রচণ্ড ঝড়ের সময় একটি গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কাহের হোসেন শাহিন (৫৫)। তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে।
গাড়ির উপর বিশাল একটি গাছ পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি বালাগন্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি ও প্রতিষ্ঠাতাদ সদস্য ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
নিহত শাহীন একজন ব্যবসায়ী। তিনি ছয় মেয়ে ও এক ছেলের জনক। ঝড়ের মধ্যে ছেলেকে নিয়ে ঘরে ফেরার পথে গাড়ির উপরে গাছ পড়লে মারা যান তিনি।