মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন


নবীগঞ্জে দুই ভাবির সহযোগিতায় দেবরকে হ ত্যা করেন প্রেমিক

নবীগঞ্জে দুই ভাবির সহযোগিতায় দেবরকে হ ত্যা করেন প্রেমিক


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

নবীগঞ্জে কিশোর মোস্তাকিন মিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় দুই ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-নিহত মোস্তাকিনের বড় ভাই উপজেলার আদিত্যপুর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী রোজিনা আক্তার ও সজলু মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার।

পরকীয়া প্রেমিক রায়হান উদ্দিনের দেওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তিনি হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘাতক রায়হান জবানবন্দিতে বলেন, দীর্ঘ তিন বছর ধরে প্রথমে নিহতের মেজো ভাবি তাছলিমা বেগম এবং পরে বড় ভাবি রোজিনা বেগমের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক হয় তার। বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামে সালিশ বিচার হয়। বিচারে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরও তিনি প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ২৪ নভেম্বর রাত ৯টার দিকে নিহত মোস্তাকিনদের বাড়িতে যান তিনি। প্রথমে মেজো ভাবি তাছলিমার সঙ্গে মেলামেশা করেন। পরে বড় ভাবি রোজিনা বেগমের রুমে যাওয়ার সময় মোস্তাকিন দেখে ফেলে।

এ সময় মোস্তাকিন তাকে বলে, ‘এর আগেও তুমি আসা-যাওয়া করেছ। তোমাকে নিষেধ করলেও শুনছো না। মা (ফুলবানু) বাড়িতে এলে সব বলব।’ তখন দুই জাঁ ও তিনি পরিকল্পনা করে মোস্তাকিনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin