শুভ প্রতিদিন ডেস্ক: সিলেটের বিশ্বনাথে মোটর সাইকেল চুরির মামলায় তিনজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। গত ২৬ নভেম্বর আদালতে এ চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান।
আসামীরা হলেন উপজেলার আলাউদ্দিন (১৭) নামের এক কিশোর, মৃত চেরাগ আলীর ছেলে তাহের মিয়া (২৮), সিলেট আখালিয়া দামালি পাড়ার আজগর আলীর ছেলে রুহেল আহমদ (২৮)। আর মামলার বাদী অলংকারী ইউনিয়নের টেংরা চানপুর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মো. পরতাব আলী।
সংশিষ্ট সূত্রে জানাগেছে, গত ২২ অক্টোবর সাবসেন টেংরা এলাকা থেকে ১ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের একটি মটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন মো. পরতাব আলী (মামলা নং-০৭)। এরপর ২৮ অক্টোবর মটর সাইকেল উদ্ধারসহ আলাউদ্দিন ও তাহের মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। মামলার তদন্ত শেষে গত ২৬ নভেম্বর তিনজনকে আসামী করে চার্জশীট দাখিল করা হয়। এ মামলায় প্রধান আসামী আলাউদ্দিন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে বিচারের প্রার্থনা জানানো হয়। বর্তমানে আলাউদ্দিন জামিনে রয়েছেন। আর আসামী তাহের মিয়া জেলহাজতে রয়েছেন। তবে, রুহেল আহমদ এখনো পলাতক।
এবিষয়ে কথা হলে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আব্দুল মান্নান বলেন, তদন্ত শেষে উর্ধ্বতন অফিসারদের পরামর্শে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।