গোলাপগঞ্জ প্রতিনিধি:
দি হাঙ্গার প্রজেক্ট এর প্রকল্প পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) গোলাপগঞ্জ কমিটির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১টায় গোলাপগঞ্জের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিএফজি অ্যাম্বাসেডর ও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।
দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো অর্ডিনেটর চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর মোহাম্মদ আবুল হোসাইন, অ্যাম্বেসেডর ও গোলাপগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, বিএনপি’র পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল কাদের সেলিম, সুশীল সমাজ প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুফিয়া বেগম, জাতীয় পার্টির পক্ষে শাহানুদ্দিন নাজু, আওয়ামী লীগ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন পারভেজ উদ্দিন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন গোলাপগঞ্জ সিএনজি অটোরিক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন মিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় নতুন বছরের পরিকল্পনা ও পিএফজি গোলাপগঞ্জের কমিটি পূনর্গঠন বিষয় নিয়ে আলোচনায় অ্যাম্বাসেডর হেলালুজ্জামান হেলাল বলেন, শান্তি সম্প্রীতি, সংঘাত মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে পিএফজি অতীতের মতো কাজ করে যাবে। তিনি আরো বলেন, পিএফজি সদস্যদের মতামতের ভিত্তীতে শীঘ্রই কমিটি পূনর্গঠন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য মাহবুবুল হক লুলু, সাংবাদিক দেলওয়ার হোসেন মাহমুদ, জাহিদ উদ্দিন প্রমুখ।