মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন


দোয়ারাবাজারে নির্মানাধীন ঘর থেকে নিখোঁজ শিশুর লা শ উদ্ধার

দোয়ারাবাজারে নির্মানাধীন ঘর থেকে নিখোঁজ শিশুর লা শ উদ্ধার


শেয়ার বোতাম এখানে

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর ) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র তাইজ উদ্দিনের নির্মানাধীন ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক।

সরজমিন গিয়ে পরিবার ও স্থানীয় সুত্রে যানা যায়, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বেরুলে সে আর বাসায় ফিরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং ওইদিন এলাকাজুড়ে মাইকিং করা হয়।

রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয় (ডায়েরি নং ৩৪৩ তারিখ :৮/১২/২০২৪)। সোমবার সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠোনে খেলাধুলার সময় ঘরে বল খুঁজতে গিয়ে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে সুর চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাহিদুল হক জানান, ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin