রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে প্রায় দু’কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। উপজেলার ৮নং জে.এল স্থিত হাওর কাওয়াদীঘি পশ্চিম মৌজার পতিত ও বোরো শ্রেণীর ১৬.২২ একর ভূমি বিভিন্ন মানুষের দখলে ছিল।
সেই ভূমি রোববার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে লাল পতাকা দ্বারা সীমানা চিহ্নিত করে “এই জমির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, মৌলভীবাজার” শীর্ষক সাইনবোর্ড টানিয়ে সরকার পক্ষে দখল ও নিয়ন্ত্রন গ্রহণ করা হয়েছে।
উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা, রাজনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীল, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী সিতু বখত প্রমূখ।