মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন


বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর

বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সামছুল আলম কয়েছের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

ইউপি সদস্য আবুল কাশেমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্য নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ, কবির আহমদ বাদশা।

বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মুতলিব, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, জয়নাল উদ্দিন মাস্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য উস্তার উদ্দিন, রুশেদ উদ্দিন, আশু মিয়া, ইসলাম উদ্দিন, জয়নাল উদ্দিন,হিফজুর রহমান, নুরুজ্জামান কাওছার, ফয়ছল আহমদ, আলমগীর আহমদ প্রমুখ।

বক্তারা বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই প্রবাসী সংগঠনটি বুধবারীবাজার ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করছে। ইতিমধ্যে এই সংগঠনটি এই ইউনিয়নে ৮টি অসহায় পরিবারকে মাথা গোজার ঠাঁই ৮টি ঘর তৈরী করে দিয়েছে। আজ আরেকটি ঘর তৈরী করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বন্যা করোনাকালীন সময়েও তারা বিভিন্ন অসহায়কে সাহায্য সহযোগিতা করেছে। বক্তারা আগামীতেও তাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চন্দ্রপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হক কাশেমী।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin