গোলাপগঞ্জ প্রতিনিধি:
গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলা গণফোরামের সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণফোরাম ‘জাতীয় কাউন্সিল-২০২৪ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন গণ ফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
এ কমিটিতে ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাসকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিভাগীয় দায়িত্ব প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি জানিয়ে বলেন, আমি যেন অর্পিত দায়িত্ব ভালভাবে পালন করতে পারি। আমি সবার সহযোগিতা চাই।