মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন


বিশ্বনাথের প্রবীণ আলেম মাওলানা সামছুল ইসলাম আর নেই : জানাজা কাল

বিশ্বনাথের প্রবীণ আলেম মাওলানা সামছুল ইসলাম আর নেই : জানাজা কাল


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবীণ আলেম ও মীরেরচর মাদরাসার মুহতামিম মাওলানা সামছুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ শিষ্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় উত্তর মীরেরচর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথের প্রবীণ আলেম মাওলানা সামছুল ইসলাম পৌর এলাকার মীরেরচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মীরেরচর মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি ও পৌর শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি তানযিমুল মাদারিস সিলেট বিভাগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

এদিকে, প্রবীণ আলেম মাওলানা সামছুল ইসলামের মৃত্যুতে বিশ্বনাথে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মরহুমের মাগফেরাত কামনায় ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট করছেন।

মাওলানা সামছুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদ, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, মাসিক আল ফারুক’র বিভাগীয় সম্পাদক হাসান বিন ফাহিম।

আরও শোক জানিয়েছেন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

এক শোক বার্তায় তারা বলেন,মরহুম মাওলানা শামসুল ইসলাম ছিলেন একজন দ্বীনদার আলেম। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। বিশেষ করে মাদ্রাসার দায়িত্বে থাকাকালীন সময়ে সততা ও নিষ্টার সাথে সকল কিছু আঞ্জাম দিতে কখনো কার্পণ্য করেননি। আমরা মহান মাবুদের দরবারে কামনা করি তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin