মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন


বিশ্বনাথের প্রবীণ আলেম মাওলানা সামছুল ইসলামের জানাজায় মুসল্লিদের ঢল

বিশ্বনাথের প্রবীণ আলেম মাওলানা সামছুল ইসলামের জানাজায় মুসল্লিদের ঢল


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথের প্রবীণ আলেম, মীরেরচর মাদরাসার মুহতামিম, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি ও পৌর সভাপতি, তানযিমুল মাদারিস সিলেট বিভাগের সহসভাপতি মাওলানা সামছুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তর মীরেরচর শাহী ঈদগাহে অনুষ্ঠিত জানাযার নামাযে ইমামতি করেন বিশ্বনাথের মহিলা শাখার শিক্ষাসচিব মাওলানা কামরুল ইসলাম ছমীর। এসময় জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সাবেক মুহতামিম ও উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদ, মীরেরচর মাদরাসা কমিটির সভাপতি হাজি ছাতির আলী, প্রবীণ মুরব্বী হাজী রুস্তুম বেগ, হাজী আরশ আলী রেজা, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মহিলা শাখার শিক্ষাসচিব ও উপজেলা হেফাজতের আমীর মাওলানা কামরুল ইসলাম ছমীর, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি হাজী মাফিজ খাঁন, সহসভাপতি মিসবাহ উদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বাজি আব্দুল ওয়াদুদ, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দীন, জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, শায়খুল হাদীস মাওলানা রশিদ আহমদ মিয়াজানী, মুহাদ্দিস মাওলানা ফয়জুর রহমান, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নূরুল ইসলাম, মীরেরচর মাদরাসা কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না, উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল কাইয়ূম, বর্তমান নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দীন, ফজিলতুন্নেসা ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দীন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস সালাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা আমির উদ্দীন,আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, বিশ্বনাথ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হুসাইন গলমুকাপনী, বাগিচা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ মুইজপুরী, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষাসচিব মুফতি শাহনূর আহমদ, প্রধান মুফতি ইব্রাহিম খলিল, শিক্ষানুরাগী হাজী মাশুক উদ্দীন, মাসিক আল ফারুকের বিভাগীয় সম্পাদক হাসান বিন ফাহিম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজাসহ বিভিন্ন পেশার হাজারো মুসলিম জনতা। জানাযা শেষে মরহুমের পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার প্রবীণ আলেম ও মীরেরচর মাদরাসার মুহতামিম মাওলানা সামছুল ইসলাম বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ শিষ্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা সামছুল ইসলাম পৌর এলাকার মীরেরচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মীরেরচর মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি ও পৌর শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি তানযিমুল মাদারিস সিলেট বিভাগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin