গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিডওয়াইফ ফাইজা আক্তারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠানে বুধবারীবাজার ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিনে সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি মখলু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মস্তফা মিয়া, বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সদস্য
শামছুল হক, বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল ওয়াদুদ, বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সদস্য হেলাল উদ্দিন, মাস্টার আব্দুল খালিক।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি কাওছার আহমদ ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাইজা আক্তার।
বক্তব্য রাখেন ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল আলম কয়েছ, আবুল কাশেম, চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক জহির উদ্দিন, এফ ডাব্লিউ বি এর শাহিনা ইয়াছমিন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিডওয়াইফ ফাইজা আক্তারের হাতে বিদায়ী সংবর্ধনা স্মারক তুলে দেন।