মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন


ইমিগ্রেশনে আটক প্রসঙ্গে যা বললেন নিপুণ

ইমিগ্রেশনে আটক প্রসঙ্গে যা বললেন নিপুণ

নিপুণ

শেয়ার বোতাম এখানে

বিনোদন ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় তাকে। বিষয়টি নিয়ে সরগরম সামাজিক মাধ্যম।

এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হয় নিপুণের বোন নার্গিস আক্তার পলিনের সঙ্গে। মেসেঞ্জারে পাঠানো হয় খুদেবার্তা। কিছুক্ষণ পর বোনের মেসেঞ্জার থেকে ফোন করেন নিপুণ। অভিযোগ করেন তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে।

এ সময় নিপুণ বলেন, কে বলেছে আমাকে আটক করা হয়েছে। আমাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। আমার বোনকে নিতে এসেছিলাম। সে সময় আমার সঙ্গে কথা বলতে পারে না? আমার সঙ্গে অনেকে সেলফিও তুলেছেন। আমি আপনাকে সেলফি গুলো পাঠাচ্ছি।

যদিও পরে সেলফিগুলো আর পাঠাননি নিপুণ। তার সঙ্গে কথা বলতে অভিনেত্রীর বোনের মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলে ব্লক করে দেয়া হয় প্রতিবেদককে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin