মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন


টানা ২৪ বছরে গোল করার রেকর্ড রোনালদোর

টানা ২৪ বছরে গোল করার রেকর্ড রোনালদোর

রোনালদো

শেয়ার বোতাম এখানে

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের গোধূলী লগ্নে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারের অর্জন করেছেন অনেক কিছু। এমনকি ক্যারিয়ারের শেষ বেলাও ভারি হচ্ছে অর্জনের ঝুলি। টানা ২৪ বছর ধরে গোল করার অনন্য এক রেকর্ড গড়েন সিআরসেভেন।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আল আখদৌদের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আল নাসর। এ ম্যাচে জালে বল জড়িয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি রোনালদো। ২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। এর পর থেকে প্রতিবছরই গোলের খাতায় নাম লিখিয়েছেন।

 

 

নতুন বছরে প্রথম মাঠে নেমেই ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। গোলে বছর শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’

বর্তমানে ৪০ ছুঁই ছুঁই বয়সেও তরুণের মতো খেলে চলছেন রোনালদো। কিছুদিন আগেই হাজার গোল করার ইচ্ছে কথা জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গতকাল রাতের পর রোনালদোর গোল সংখ্যা এখন ৯১৭টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আরও ৮৩ গোল প্রয়োজন রোনালদোর।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin