মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৬ বেওয়ারিশ মরদেহের সন্ধান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৬ বেওয়ারিশ মরদেহের সন্ধান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৬ বেওয়ারিশ মরদেহের সন্ধান

শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছয় বেওয়ারিশ মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ‘জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল’। আর এই লাশগুলো এখনও ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

এসময় বক্তারা জানান, অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে নিহত অশনাক্ত ছয়টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে জানিয়েছেন ওসি।

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। এছাড়াও কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বিশেষ সেলের নেতারা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin